June 3, 2010

বারার্ড লুকাস ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি প্রতিযোগিতা Burrard Lucas’ Landscape Photography Contest

বারার্ড লুকাস ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করেছে। যে কোন দেশের ১৮ বছরের বেশি বয়সি যে কেউ এতে অংশ নিতে পারবে। বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন একটি ক্যানন ইওস ৭ডি ক্যামেরা, লেন্সবেবি কম্পোজার এবং বিনামুল্যে স্মাগমাগ প্রো একাউন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কোন ফি নেই। একজন প্রতিযোগি ৩টি ছবি পাঠাতে পারবেন। ছবি পাঠানোর শেষ তারিখ ১ আগষ্ট, ২০১০।
ল্যান্ডস্কেপ ধরনের ছবির মুল লক্ষ্য হয়ে থাকে সুন্দর এবং ব্যতিক্রমধর্মী যায়গার ছবি উঠানো। মুলত প্রাকৃতিক সৌন্দর্য ছবির মাধ্যমে প্রকাশ করা। ছবিতে ডিজিটাল ম্যানিপুলেশন (ক্লোনিং কিংবা একাধিক ছবির কম্পোজিশন) করতে নিষেধ করা হয়েছে তবে এইডিআর এবং পাশাপাশি জোড়া দেয়া ছবি গ্রহনযোগ্য। পাঠানো ছবির মাপ লম্বাদিকে কমপক্ষে ১০২৪ পিক্সেল হতে হবে। ছবিতে ওয়াটারমার্ক ব্যবহার করা যাবে না।
দেরী করে করে ছবি উঠাতে বেড়িয়ে পড়ুন এবং পাঠিয়ে দিন ১ আগষ্টের মধ্যেই। জিতে নিন ১৬০০ ডলার দামের ১৮ মেগাপিক্সেল এসএলআর ক্যামেরা।

No comments:

Post a Comment