সাধারনভাবে চামড়ার রঙ বা স্কিনটোন ঠিক করার সময় এর প্রভাব পরে অন্য যায়গায়, ছবি ছবির শার্পনেস কমে যায়। এই সফটঅয়্যার চামড়াকে পৃথকভাবে শনাক্ত করে এবং শুধুমাত্র সেখানেই পরিবর্তন করে। অটোমাস্ক নিজে থেকেই একটি মাস্ক লেয়ার তৈরী করে এজন্য। ব্যাচ প্রসেসিং ব্যবহার করে শতশত ছবির পরিবর্তন একবারে করা সম্ভব হবে এতে।
ফটোশপ ৭ থেকে সিএস-৫, ফটোশপ এলিমেন্ট এর সাথে এটা ব্যবহার করা যাবে। উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ কিংবা ম্যাক ভার্শনে ৩২বিট এবং ৬৪ বিট অপারেটিং সিষ্টেমে কাজ করবে।
এর দাম ৯৯ ডলার। তাদের ওয়েবসাইট থেকে ডেমো এবং উদাহরন ডাউনলোড করা যাবে।
No comments:
Post a Comment