June 3, 2010

ফটোশপ প্লাগইন বিউটি বক্স Beauty Box Photo 1.0, plugin for Photoshop

পোর্ট্রেট ফটোগ্রাফির সময় ফটোগ্রাফাররা সবসময়ই কিছু সমস্যায় পরেন। ব্যক্তির মুখে কোন দাগ থেকে যাওয়া থেকে শুরু করে চামড়ার রঙ পর্যন্ত অনেককিছুই পছন্দ হয় না। ফটোশপ ব্যবহার করে এগুলি ঠিক করে নিতে হয়। কাজটি আরো দক্ষতার সাথে আরো সহজে করার জন্য বিউটি বক্স নামে প্লাগইন ছেড়েছে প্লাগইন নির্মাতা ডিজিটাল এনার্কি। নিজে থেকেই অপছন্দের দাগ দুর করা থেকে চামড়ার রঙ ঠিক করা সবকিছুই করবে এই সফটঅয়্যার।
সাধারনভাবে চামড়ার রঙ বা স্কিনটোন ঠিক করার সময় এর প্রভাব পরে অন্য যায়গায়, ছবি ছবির শার্পনেস কমে যায়। এই সফটঅয়্যার চামড়াকে পৃথকভাবে শনাক্ত করে এবং শুধুমাত্র সেখানেই পরিবর্তন করে। অটোমাস্ক নিজে থেকেই একটি মাস্ক লেয়ার তৈরী করে এজন্য। ব্যাচ প্রসেসিং ব্যবহার করে শতশত ছবির পরিবর্তন একবারে করা সম্ভব হবে এতে।
ফটোশপ ৭ থেকে সিএস-৫, ফটোশপ এলিমেন্ট এর সাথে এটা ব্যবহার করা যাবে। উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ কিংবা ম্যাক ভার্শনে ৩২বিট এবং ৬৪ বিট অপারেটিং সিষ্টেমে কাজ করবে।
এর দাম ৯৯ ডলার। তাদের ওয়েবসাইট থেকে ডেমো এবং উদাহরন ডাউনলোড করা যাবে।
ওয়েবসাইট http://www.digitalanarchy.com

No comments:

Post a Comment