June 2, 2010

কিংষ্টোন এর ৬৪ গিগাবাইট মেমোরী কার্ড Kingston SDXC Class 10 64GB Memory Card

খুব বেশিদিনের কথা না যখন কম্পিউটারের হার্ডডিস্কের জন্য গিগাবাইট ধারনক্ষমতাকে খুব বেশি মনে করা হত। এখন সে অবস্থা নেই। ছোট্ট আকারের মেমোরী কার্ডে ৬৪ গিগাবাইট হাতের কাছে। কিংষ্টোন পরবর্তী প্রজন্মের এই কার্ড ঘোষনা করেছে। এসডিএক্সসি ধরনের ক্লাশ ১০ ক্যাটাগরীর এই কার্ডের ধারনক্ষমতা ৬৪ গিগাবাইট। এতে ডাটা ট্রান্সফার করা যাবে ১০৪মেবা/সে গতিতে (কমপক্ষে ১০ মেবা/সে), রিড স্পিড ৩০০ মেবা/সে।
সিকিউর ডিজিটাল এসোসিয়েশন (এসডিএ) এর এসডি কার্ডের পরবর্তী ষ্টান্ডার্ড এসডিএক্সসি।  এতে এক্স-ফ্যাট ফাইল সিষ্টেম ব্যবহার করা হয়। ফাইল সিষ্টেম আপগ্রেড করে এক্সপি/ভিসতা/৭ এ এই কার্ড ব্যবহার করা যাবে। কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, ক্যামকোর্ডার, হাইডেফিনিশন টিভি, ব্লুরে প্লেয়ার ইত্যাদিতে এই কার্ড ব্যবহার করা যাবে। নিয়মিতভাবেই এই কার্ড ব্যবহার করতে সক্ষম যন্ত্রপাতি তৈরী হচ্ছে।
জুনের শেষ সারা পৃথিবীতেই এটা বিক্রি শুরু হবে। দাম ৫০০ ডলার।

No comments:

Post a Comment