June 2, 2010

ইন্টেলের ওক ট্রেইল, পাইন ট্রেইল এটম প্রসেসর Intel announces Oak Trail and dual-core Pine Trail Atoms

ইন্টেল দুটি নতুন এটম প্রসেসরের ঘোষনা দিয়েছে। এদের মধ্যে পাইন ট্রেইল ডুয়াল কোর (বর্তমানের পাইন ট্রেইলগুলি একক-কোর বিশিষ্ট)। পাইন ট্রেইল ব্যবহার করা একটি নেটবুকও দেখানো হয়েছে যার পুরুত্ব মাত্র ১৪ মিমি। এই নেটবুক হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা নেটবুক।
আরেক প্রসেসর ওক ট্রেইল মুলত ট্যাবলেট পিসির জন্য তৈরী কলেও নেটবুকে ব্যবহার করা যাবে। মি-গো, উইন্ডোজ ৭ কিংবা গুগল (এন্ড্রয়েড এবং ক্রোম) ব্যবহার করা যাবে। শক্তি ব্যবহার কমিয়ে অর্ধেকে আনার পরও এতে ফুল হাই ডেফিনিশন ভিডিও ব্যবহার করা যাবে।
টানেল ক্রিক নামে আরেকটি এটম প্রসেসরের কথা জানানো হয়েছে। এটি সিষ্টেম অন চিপ। টিভি, গাড়ি কিংবা অন্য যন্ত্রের সাথে ব্যবহার করা হবে। ইন্টেলের এটম চিপ ক্রমেই সবধরনের যন্ত্রে ব্যবহার হচ্ছে।
স্যান্ডি ব্রিজ নতুন ধরনের এবং সবচেয়ে উন্নত এটম প্রসেসর। এটা মোবাইল থেকে শুরু করে ডেস্কটপ সার্ভার পর্যন্ত সব যায়গায় ব্যবহার করা হবে। এবছরই শেষদিকে এটা তৈরী শুরু হবে।

No comments:

Post a Comment