June 2, 2010

কমদামে স্যামসাং এনএক্স ক্যামেরা Samsung NX5

স্যামসাং এর মাইক্রো ফোর থার্ড সেন্সরের এনএক্স-১০ ক্যামেরা বাজারে আসার পর বিপুলভাবে জনপ্রিয়তা পেয়েছে। এরই প্রেক্ষিতে তারা এর বমদামী ভার্শনের ঘোষনা দিয়েছে। এনএক্স-৫ মডেলের এই ক্যামেরা জুন থেকেই বাজারে বিক্রি শুরু হবে। দুটি মডেলেই ১৪.৬ মেগাপিক্সেল সেন্সর থাকলেও পার্থক্য রয়েছে কিছুটা।
এর সবচেয়ে বড় পার্থক্য এনএক্স-১০ এর ৩ ইঞ্চি এমোলেড ডিসপ্লের বদলে একই মাপের টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজ্যুলুশন এখনও জানানো হয়নি।
এছাড়া যতদুর জানা গেছে অধিকাংশ বিষয় একই। একই লেন্স মাউন্ট ব্যবহার করা হয়েছে, একই কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস এবং ভিউ ফাইন্ডার ইত্যাদি রয়েছে।
এর ঘোষনা দেয়া হয়েছে জার্মানী। সেখানে এর দাম ৬৯৯ ইউরো বলা হয়েছে।

No comments:

Post a Comment