June 1, 2010

গুগল মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহার বন্ধ করছে Google phases out Microsoft Windows use

গুগল তাদের নিজেদের কাজে ব্যবহৃত কম্পিউটারগুলি থেকে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিষ্টেম বাদ দিচ্ছে। চীনে হ্যাকিং এর ঘটনার প্রেক্ষিতে এটা করা হচ্ছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। গুগলের একাধিক কর্মীর উদাহরন দিয়ে বলা হয়েছে উইন্ডোজের বদলে ওপেন সোর্স লিনাক্স এবং ম্যাক ওএস ব্যবহারের দিকে যাচ্ছে তারা।
গুগলের ওপর আক্রমনের ঘটনার পর নিরাপত্তা সংস্থা ম্যাকাফি জানিয়েছিল এটা করা হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের একটি ক্রুটি ব্যবহার করে। উইন্ডোজের সব ভার্শনের জন্য সেটা হুমকির কারন ছিল।
গুগলের একজন কর্মী বলেছেন নিরাপত্তাজনিত কারনে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে না। নতুন করে উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারের জন্য চিফ ইনফরমেশন অফিসারের অনুমোদন প্রয়োজন হচ্ছে।
গুগল এক বিবৃতিতে জানিয়েছে তারা তারা নিজেদের ব্যবসার দক্ষতা বাড়াতে সবসময়ই চেষ্টা করে। নির্দিষ্ট কোন ঘটনা নিয়ে তারা মন্তব্য করে না।
গুগল এরই মধ্যে তাদের ব্রাউজার ক্রোম ভিত্তিক অপারেটিং সিষ্টেম নিয়ে কাজ করছে। শুরুতে এটা নেটবুক এবং কম ক্ষমতার নোটবুক কম্পিউটারে ব্যবহার করার কথা। অন্যদিকে বিশ্বে শতকরা ৯০ ভাগ কম্পিউটারে মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment