June 1, 2010

সুপার কম্পিউটারে আমেরিকার কাছাকাছি চীন China duels U.S. on supercomputer speed list

আমেরিকার ডিপার্টমেন্ট অব এনার্জি তাদের জাগুয়ার নিয়ে বিশ্বের সেরা ৫০০ সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষে রয়েছে, কিন্তু তার একেবারে কাছাকাছি অবস্থান করছে চীনের নেবুলা। জার্মানীর হামবুর্গে প্রকাশিত আইএসসি২০১০ এর তালিকায় এই তথ্য প্রকাশ পেয়েছে।
গতবছর চীন নেবুলা চালু করে সুপার কম্পিউটারের জগতে প্রবেশ করে। তাত্ত্বিকভাবে এর সর্বোচ্চ কাজ করার ক্ষমতা ২.৯৮ পেটাফ্লপস, যা বিশ্বে সর্বোচ্চ। সেনজেন এর ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে এটা বসানো হয়েছে। 
এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের এক্স৫৬৫০ প্রসেসর, সাথে এনভিডিয়ার তেসলা সি২০৫০ গ্রাফিক্স প্রসেসর।
বেঞ্চমার্ক টেষ্টে এর মান ১.২৭১ পেটাফ্লপস। আর প্রথম স্থানের জাগুয়ার এর বেঞ্চমার্ক মান ১.৭৫ পেটাফ্লপস।

No comments:

Post a Comment