June 1, 2010

ক্যাসিওর মেগাজুম ক্যামেরা Casio Exilim EX-FH25

ক্যাসিও তাদের এক্সিলিম সিরিজের নতুন একটি মেগাজুম ক্যামেরা আনার কথা জানিয়েছে। ২০এক্স (২৬-৫২০ মিমি) জুমের এই ক্যামেরায় ১০ মেগাপিক্সেল সেন্সর, সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে। আর ক্যাসিওর নিজস্ব বৈশিষ্ট অনুয়ায়ী হাই স্পিড শ্যুটিং। মানুষের চোখ যত দ্রুত দেখে তারচেয়েও দ্রুত ছবি উঠাতে সক্ষম এই ক্যামেরা। সেকেন্ডে ১০০০ টি। সাধারনভাবে এতে সেকেন্ডে ৩০টি ছবি উঠানো যায়।
আলো কম, অন্ধকার, রাত কোন যায়গাতেই ছবি তুলতে সমস্যা হবে না এই ক্যামেরায়। এমনকি রাতের অন্ধকারে ছবি উঠানোর জন্য রয়েছে হাই স্পিড নাইট মোড। এতে নতুন হাই সেনসিটিভিটি সিমোস সেন্সর ব্যবহার করায় কম আলোতেও স্পষ্ট ছবি পাওয়া যাবে।
সবচেয়ে বড় আকর্ষন অবশ্যই হাই স্পিড শ্যুটিং। সাটার বাটনকে অর্ধেক নামানো হলেই এর হাইস্পিড শ্যুটিং শুরু হয়। ইচ্ছে করলে এই স্পিড পছন্দমত সেট করা যায়। এরপরও রয়েছে বেষ্ট শট মোড। যেমন ধরুন বজ্রপাতের ছবি উঠাতে চান। বেষ্ট শট মোডে সেকেন্ডে ভগ্নাংশ সময়ে ৩টি ছবি উঠিয়ে ক্যামেরাতেই সেগুলি এক করে নিখুত ছবি পাওয়া যাবে। আর ১০০০ ফ্রেম/সে গতিতে উড়ে যাওয়া পাখির প্রতিটি ভঙ্গি ধরে রাখা যাবে।
কম আলো এবং দ্রুত গতি এই দুযায়গায় ছবি উঠাতেই সমস্যা বোধ করে ফটোগ্রাফাররা। আর এই ক্যামেরা এই দুটি বিষয়ে লক্ষ্য রেখেছে সবচেয়ে বেশি।
এর দাম ৪০০ ইউরো।

No comments:

Post a Comment