অধিকাংশ বড় কোম্পানী এপলের আইপ্যাডের মত তাদের নিজস্ব ট্যাবলেট এর প্রোটোটাইপ দেখিয়েছে, তারপরও বাজারে চাহিদার তুলনায় ট্যাবলেটের পরিমান একেবারেই কম। হয়ত হার্ডঅয়্যার নির্মাতারা মনের মত করে এটা তৈরী করতে পারছেন না, অথবা এরজন্য প্রয়োজনীয় অপারেটিং সিষ্টেম নেই। ইন্টেলের মুরসটাউন এক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে পারে। কম্পিউটেক্স-এ ইন্টেল মুরসটাউন প্লাটফর্মের কোয়ান্টা রেডভেল ট্যাবলেট দেখানোর পর সেটা অস্বীকার করার উপায় নেই।
তাদের এই ট্যাবলেট এতটাই ভাল মানের যে অনেকে মনে করছেন এপলকে দ্রুতই আইপ্যাড ২ আনার কথা ভাবতে হবে। তবে ইন্টেল এক সাক্ষাতকারে জানিয়েছে এটা বাজারে আসতে ৬ মাস কিংবা ১ বছর সময় লাগতে পারে।
উল্লেখ করা যেতে পারে আইপ্যাড বগ আকারের আইফোন, কম্পিউটার না। কাজেই এক্ষেত্রে সুযোগ আছে ভাল কিছু করার। তারপরও আইপ্যাডই একমাত্র ডিভাইস যা পাওয়া যায়।
No comments:
Post a Comment