June 3, 2010

নোকিয়ার কমদামী ডুয়াল সিম ফোন Nokia announces C1 and C2 - two SIMs inside

নোকিয়া ডুয়াল সিমের দুটি ফোনের ঘোষনা দিয়েছে। একেবারে কম দামের এই ফোনগুলিতে ইন্টারনেট কানিকটিভিটি সহ মাল্টিমিডিয়া ফিচার রয়েছে। এমনকি যেখানে ইলেকট্রিসিটির সমস্যা রয়েছে সেখানে বাইসাইকেল থেকে চার্জের সুযোগও রয়েছে। আর সিম পাল্টানো যাবে ফোন বন্ধ না করেই। মোবাইল ফোনে এই ব্যবস্থা এটাই প্রথম।
সি-২ ফোনের দাম মাত্র ৫৫ ডলার। এতে রয়েছে জিএসএম, জিপিআরএস, ভিজিএ ক্যামেরা, ব্লুটুথ, এফএম রেডিও এবং ব্রডকাষ্ট রেকর্ডিং। ৩২ গিগাবাইট পর্যন্ত মাক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে এতে। এছাড়া এমপিথ্রি প্লেয়ার এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এর ব্যাটারী থেকে ১৬ দিন ষ্টান্ডবাই এবং ৪ ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
সি-১ ফোনে একই সময়ে দুটি সিম একটিভ রাখা যাবে না, তবে খুব সহজে একটি থেকে আরেকটিতে সুইচ করা যাবে। এর ষ্টান্ডবাই টাইম ৪০ দিন। অন্যান্যদের মধ্যে রয়েছে এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ফ্লাশ লাইট। এর দাম ৩৭ ডলার।
সি-১-০১ এবং সি১-০২ নামে আরো দুটি ফোন সেট পাওয়া যাবে। এগুলিতে একটি সিম কার্ড ব্যবহার করা যাবে। সি১-০১ মডেলে জিপিআরএস, ব্লুটুথ, ভিজিএ ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (৩২ গিগাবাইট), ৩.৫ মিমি অডিও জ্যাক, এফএম রেডিও, এমপিথ্রি প্লেয়ার ইত্যাদি থাকবে। সি১-০২ মডেলে ক্যামেরা থাকবে না। এগুলির দামও ৫০ ডলারের কাছাকাছি।
ফোনগুলি এবছরই বাজারে ছাড়া হবে। এবছরই এই ফোনগুলির জন্য বাইসাইকেল চার্জিং কিট ছাড়া হবে বলেও জানিয়েছে নোকিয়া। এটা ব্যবহার করে সাইকেল থেকে ফোন চার্জ করা যাবে।

No comments:

Post a Comment