June 3, 2010

৬৪ বিট ফায়ারফক্স বেটা ডাউনলোডের জন্য দেয়া হয়েছে 64-bit Firefox beta available for download now

যারা ৬৪ বিট অপারেটিং সিষ্টেম ব্যবহার করেন তাদের জন্য সুখবর, মোজিলার ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের ৬৪ বিট এর বেটা ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। যেহেতু বেটা ভার্শন সেহেতু এখনো এতে কিছু সমস্যা থাকতেই পারে, তারপরও ৬৪ বিট ভার্শন বলে কথা। এর উদ্দেশ্যই হচ্ছে কি সমস্যা আছে সেটা বের করা।
এটা একেবারেই প্রি-রিলিজ ভার্শন। এমনকি এটা ইনষ্টল করার জন্য নিজস্ব ইনষ্টলারও তৈরী করা হয়নি। মাইক্রোসফট ভিজুয়াল সি ++ রিডিষ্ট্রিবিউটেবল প্যাকেজ ব্যবহার করে ইনষ্টল করতে হয়। আর এতে ফ্লাশ সাপোর্ট এখনো যোগ করা হয়নি।
ইচ্ছে করলে আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে http://armenzg.blogspot.com/2010/05/pre-release-firefox-windows-64-bit.html

No comments:

Post a Comment