June 4, 2010

এবার আইপ্যাডের প্রতিদ্বন্দি স্যামসাংএর গ্যালাক্সি ট্যাব Samsung Android tablet Galaxy Tab

স্যামসাং ট্যাবলেট তৈরী করছে এধরনের গুজব ছিল বেশ কিছুদিন ধরে, তারপরও নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছিল না। এখন অনেকটাই নিশ্চিত করেছে দক্ষিন আফ্রিকার একটি ব্লগ টুইটারে একটি ছবি প্রকাশ করে। নিশ্চিতভাবেই এর নাম গ্যালাক্সি ট্যাব। এর বর্ননা যা নিশ্চিত হওয়া গেছে তা হচ্ছে এর ডিসপ্লে ৭ ইঞ্চি (১৬:৯) ক্যাপাসিটিভ, মাইক্রোএসডি কার্ড স্লট, সামনের দিকে ভিডিও-কল ক্যামেরা, থ্রিজি কানেকটিভিটি, ওয়াইফাই (বি/জি/এন), ব্লুটুথ, ৩.৫ মিমি অডিও জ্যাক ইত্যাদি।
এবং এতে রয়েছে জিএসএম। ইচ্ছে করলে একে মোবাইল ফোন হিসেবে ব্যবহার করা যাবে।
৭-ইঞ্চি ডিসপ্লে সম্ভবত টিএফটি এবং রেজ্যুলুশন ১০২৪-৬০০। অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ২.২ ফ্রোয়ো। তাদের আই৯০০০ গ্যালাক্সি বর্তমানে বাজারে, সেটা দেখার সুযোগ মানুষের হয়েছে। কাজেই ওপেনসোর্স অপারেটিং সিষ্টেমের এই ট্যাবলেট ব্যবহারকারীর কাছে আইপ্যাডের চেয়ে বেশি পছন্দ হতেই পারে। সেইসাথে মেমোরী কার্ড ব্যবহারের সুযোগ, ভিডিও-কল ক্যামেরা এবং মোবাইল ফোন সুবিধে একে তাদের থেকে এগিয়ে রাখবে এটাও নিশ্চিত।

No comments:

Post a Comment