১৪০ সেকেন্ডের ভিডিও তৈরী করে আপনি পেতে পারেন ১ লক্ষ ডলার। নাইকনের অনলাইন এইচডি ভিডিও ফেষ্টিভালের বক্তব্য এটাই। লেন্সের মধ্যে দেখা একদিন এই বিষয়ের ভিডিও পাঠিয়ে দিন তাদের ওয়েবসাইটে। সাথেসাথে সেটা চলে যাবে টুইটার এবং ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের মানুষের সামনে। আর বিজয়ী হলে পাওয়া যাবে উল্লেখিত পুরস্কার।
তাদের ডি-৫০০০ ক্যামেরার প্রচারকে লক্ষ্য রেখেই এটা করা হয়েছে। এতে হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। তবে এই ক্যামেরা বা নির্দিষ্ট কোন ক্যামেরা ব্যবহার করতে হবে এমন কথা নেই, আগেই জানিয়ে দেয়া হয়েছে। বিচারক বিজয়ী নির্বাচিত করবেন ভিডিওর মান, নিজস্ব বৈশিষ্ট এবং লেন্সের সামনে একদিন প্রকাশ করার ক্ষমতার ওপর।
প্রথম পুরস্কার ১ লক্ষ ডলার আগেই উল্লেখ করা হয়েছে। যে ভিডিও অনলাইনে সবচেয়ে দর্শক দেখবে তার পুরস্কার ২৫,০০০ ডলার।
সময় নভেম্বরের ১০ তারিখ থেকে পরবর্তী ৬ সপ্তাহ। পাঠানোর ঠিকানা : http://www.nikonfestival.com/
No comments:
Post a Comment