November 11, 2009

মোবাইল ফোনের নতুন অপারেটিং সিষ্টেম Samsung announce Bada OS


অনেকেই মনে করেন বর্তমানে মোবাইল ফোনের জন্য অনেকগুলি অপারেটিং সিষ্টেম চালু রয়েছে। সিমবিয়ান, উইন্ডোজ, এন্ড্রয়েড। এরই মধ্যে নতুন আরেকটি অপারেটিং সিষ্টেমের ঘোষনা দিয়েছে স্যামসাং। বাডা নামের এই অপারেটিং সিষ্টেম আগামী কয়েক বছরের মধ্যে তাদের সিমবিয়ান এবং উইন্ডোজ সিষ্টেম এর যায়গা দখল করবে।

কোরিয়ান ভাষায় বাডা অর্থ সমুদ্র (বাংলায় বড় বলা যেতে পারে)। এটা শুধুমাত্র উচুমানের হ্যান্ডসেটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সব ধরনের সেটে ব্যবহার করা যাবে।

এখন পর্যন্ত এর ইন্টারফেস সম্পর্কে খুববেশি জানা যায়নি। ডিসেম্বরে এর এসডিকে ছাড়ার কথা। কোম্পানী জানিয়েছে তারা এন্ড্রয়েডের পাশাপাশি এটাও চালু রাখবে। উইন্ডোজের ব্যবহার এক বছরে অর্ধেকে কমিয়ে আনবে এবং পরের বছর ২০ ভাগে আনবে। এই সময়ের মধ্যে সিমবিয়ান পুরোপুরি বাদ দেয়া হবে। এন্ড্রয়েডের ব্যবহার চালু থাকবে ৩০ ভাগ।

No comments:

Post a Comment