November 10, 2009

সৌরশক্তি সহ ব্যাগ Equipment bags with solar technology

বেশ কয়েকদিনের জন্য বেড়াতে গেছেন দুরে কোথাও তারপর লক্ষ্য করলেন বিদ্যুতের অভাবে একে একে বন্ধ যাচ্ছে ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, এমপিথ্রি প্লেয়ার ধারেকাছে বিদ্যুত পাওয়ার কোন সুযোগ নেই কেমন হয় যদি সাথে করে যে ব্যাগ নিয়েছেন সেটা থেকেই ক্যামেরা-মোবাইল ইত্যাদি চার্জ করা যায়

একাজটিই করেছে হংকং এর মাসকট ইন্ড্রাষ্ট্রিয়াল এসোসিয়েশন তারা জানাচ্ছে সাধারনভাবে ব্যবহারের জন্য তারা ব্যাগ তৈরী করছে যাথেকে সৌরশক্তি ব্যবহার করা যাবে

এতে G24i ফটোভোল্টাইক সেল ব্যবহার করা হয়েছে এর লাইসেন্স নেয়া হয় ২০০৬ সালে খরচ কম, সহজে তৈরী করার সুবিধে ইত্যাদির কারনে বহু ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে এমআইএ ডিরেক্টর বলছেন, এটা বিশ্বের সবচেয়ে নমনীয় সোলার প্যানেল এটা দিয়ে সাধারনকাজে ব্যবহৃত সব ধরনের ব্যাগ তৈরী করা যাবে

স্কুল ব্যাগ, ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে সবধরনের ব্যাগ বানিজ্যিকভাবে তৈরী শুরু হয়েছে এবং ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে

No comments:

Post a Comment