November 10, 2009

ফায়ারফক্সের ৫ বছর Firefox at 5

মজিলার তৈরী জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স এর ৫ বছর পুর্ন হল আজ। বর্তমানে ব্রাউজারের প্রতিযোগিতা এতটাই প্রবল যে অমুক ব্রাউজারে তমুক সুবিধে আছে একথা বলার সুযোগ নেই। তারপরও বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা এই ব্রাউজারের উল্লেখ করার মত বিষয়ের অভাব নেই।

ইন্টারনেট এক্সপ্লোরারে প্লাগ-ইন ব্যবহার সন্তুষ্ট করে না ব্যবহারকারীকে। ক্রোমে কোন প্লাগ-ইন নেই। অথচ এক্সিলারেটর নামের প্লাগইন সকলেরই প্রয়োজন। ফায়ারফক্স এদিক থেকে নিশ্চয়ই এগিয়ে। মনেহয় প্লাগইন এর নিজেরই অংশ।

ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরারে মেনুবার নেই। হয়ত অনেকের প্রয়োজন হয় না। অন্যদের কাছে ফাইল, এডিট, ভিউ নামের মেনুবার না থাকলে স্বচ্ছন্দবোধ করেন না। মাইক্রোসফট তাদের অফিস থেকে মেনুবার বাদ দিয়ে খুব সুবিধে করতে পারেনি। পুনরায় চালু করতে হয়েছে।

উইন্ডোজ এবং ম্যাক দুধরনের অপারেটিং সিষ্টেমে যদি কাজ করেন তাহলে পার্থক্য নিয়ে মাথা ঘামাতে হবে না। আর বাংলা ওয়েব সাইট ব্যবহারের জন্য এটাই আদর্শ।

তবে এর সবকিছু সবাই পছন্দ করেন এমন দাবী করা যায় না। একটিমাত্র বক্সে টাইপ করে ওয়েব ঠিকানা বা সার্চ ব্যবহার করা যায়, অথচ এখানে দুটি বক্স রাখা হয়েছে দুকাজের জন্য। নেটবুকে খুব ভাল পারফরমেন্স পাওয়া যায় না।

No comments:

Post a Comment