জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট তৈরী করেছে বিশ্বের প্রধান সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। এটা ব্যবহার করে প্রোগ্রামাররা ফেসবুকের জন্য সফটওয়্যার তৈরী করতে পারবে। এর মাধ্যমে সিলভারলাইট এবং উইন্ডোজ প্রেজেন্টেশন ফাউন্ডেশন (ডব্লিউপিএফ) যেমন আরো গ্রহনযোগ্য প্রোগ্রামিং টুল হিসেবে পরিচিতি পাবে তেমনি ফেসবুকের জন্য থার্ডপার্টি সফটওয়্যারের পথ খুলে যাবে। এই এসডিকে-র সাথে উদাহরন, বিভিন্ন টুল, সোর্স কোড ইত্যাদি থাকবে।
বর্তমানে ফেসবুকের জন্য জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, একশনস্ক্রিপ্ট এবং আইফোননের ব্যবহার চালু রয়েছে। এরসাথে মাইক্রোসফটের নিজস্ব সফটওয়্যারের ব্যবহার চালু হল।
অনেকের হয়ত জানা আছে ২০০৭ সালে মাইক্রোসফট ফেসবুকে ২৪ কোটি ডলার বিনিয়োগ করে।
আপনি আগ্রহী হলে এখান থেকে এসডিকে ডাউনলোড করতে পারেন;
No comments:
Post a Comment