মোবাইল ফোনে বিজ্ঞাপনের ব্যবহার বাড়তির দিকে। সেদিকেই হাত বাড়াচ্ছে ইন্টারনেটে বিজ্ঞাপনের শীর্ষস্থানের প্রতিষ্ঠান গুগল। তারা মোবাইল বিজ্ঞাপন সংস্থা AdMob কিনছে ৭৫ কোটি ডলারে। ক্রমেই ইন্টারনেট যখন স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের মধ্যে বিস্তৃত হচ্ছে তখন এই পদক্ষেপ বিজ্ঞাপনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সুচনা করবে বলে ধরে নেয়া যায়।
মোবাইল ফোনে বিজ্ঞাপনের জন্য গুগলের বিনামুল্যের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম এখনই উপযোগি। ড্রয়েড এর মাধ্যমে আইফোনকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। সব বড় কোম্পানীই এই অপারেটিং সিষ্টেমভিত্তিক হ্যান্ডসেট তৈরী করছে।
গুগলের ক্ষেত্রে এটা তাদের তৃতীয় বৃহত্তম ক্রয়। এরআগে তারা ডাবলক্লিক কিনেছিল ৩১০ কোটি ডলারে, তারপর ইউটিউব কেনে ১৬৫ কোটি ডলারে।
No comments:
Post a Comment