November 10, 2009

গুগল মোবাইল বিজ্ঞাপন কোম্পানী কিনছে Google buys mobile ad firm for $750 million

মোবাইল ফোনে বিজ্ঞাপনের ব্যবহার বাড়তির দিকে সেদিকেই হাত বাড়াচ্ছে ইন্টারনেটে বিজ্ঞাপনের শীর্ষস্থানের প্রতিষ্ঠান গুগল তারা মোবাইল বিজ্ঞাপন সংস্থা AdMob কিনছে ৭৫ কোটি ডলারে ক্রমেই ইন্টারনেট যখন স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের মধ্যে বিস্তৃত হচ্ছে তখন এই পদক্ষেপ বিজ্ঞাপনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সুচনা করবে বলে ধরে নেয়া যায়

মোবাইল ফোনে বিজ্ঞাপনের জন্য গুগলের বিনামুল্যের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম এখনই উপযোগি ড্রয়েড এর মাধ্যমে আইফোনকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে সব বড় কোম্পানীই এই অপারেটিং সিষ্টেমভিত্তিক হ্যান্ডসেট তৈরী করছে

গুগলের ক্ষেত্রে এটা তাদের তৃতীয় বৃহত্তম ক্রয় এরআগে তারা ডাবলক্লিক কিনেছিল ৩১০ কোটি ডলারে, তারপর ইউটিউব কেনে ১৬৫ কোটি ডলারে

এডমোব এর হাতে রয়েছে ১৫০০০ এর বেশি মোবাইল ওয়েবসাইট গুগল এখান থেকে কত আয় আশা করে তা জানায়নি, তবে ২০০৮ সালে মোবাইল এড থেকে মোট আয়ের পরিমান ২ হাজার ২০০ কোটি ডলার এই পরিমান বাড়তির দিকে যাবে তা বলার অপেক্ষা রাখে না

No comments:

Post a Comment