November 10, 2009

নোকিয়া ত্রুটিযুক্ত চার্জার পাল্টে দিচ্ছে Nokia defective chargers will be swapped for free


গত এপ্রিল থেকে বিক্রি করা বেশ কিছু চার্জারের সমস্যা দেখা দেয়ার নোকিয়া সেগুলি বিনামুল্যে পাল্টে দিচ্ছে। জানা যায় সেগুলি অন্য কোম্পানী থেকে তৈরী করা। সেটের সাথে এবং পৃথকভাবে, দুভাবেই এগুলি বিক্রি করা হয়েছে। এর সমস্যা হচ্ছে ওপরের ঢাকনা আলগা হয়ে খুলে যেতে পারে। বৈদ্যুতিক যন্ত্রের জন্য এটা বিপদজনক এবং একটা বড় ধরনের সমস্যা। সমস্যাযুক্ত চার্জারের মডেলগুলি হচ্ছে,

AC-3U এবং AC-3E, জুন ১৫ থেকে আগষ্ট ৯ এর মধ্যে তৈরী।

AC-4U এপ্রিল ১৩ থেকে অক্টোবর ২৫ এই সময়ের মধ্যে তৈরী।

আপনার হাতে যদি এধরনের কোন চার্জার থাকে তাহলে নোকিয়া সার্ভিস সেন্টার থেকে পাল্টে নিতে পারেন। মডেল নাম্বার কিভাবে খুজে পাবেন তা ছবিতে দেখানো হয়েছে।

No comments:

Post a Comment