আইফোন থ্রিজিএস বাজারে এসেছে বেশিদিন হয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে আইফোন ফোর-জি এর কথা। রীতিমত বিশ্বাসযোগ্য সুত্র জানাচ্ছে এপল এরই মধ্যে আইফোন ফোরজি এর প্রোট্রোটাইপ তৈরী করেছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে এতে RFID রিডার ব্যবহার করা হচ্ছে। RFID হচ্ছে দুরত্ব বা বস্তুর ট্যাগ ব্যবহারের পদ্ধতি। উদাহরন হিসেবে, বাস্তবে এটা ব্যবহার করে কোন দোকানের গেট কোথায় কিংবা কোন বস্তু কোথায় তা জানা সম্ভব।
এপল কেন এটা ব্যবহার করতে যাচ্ছে তা স্পষ্ট না হলেও ধারনা করা যেতে পারে, তারা এর মাধ্যমে পেমেন্ট দেয়ার ব্যবস্থা চালু করতে চায়। RFID এর একটা ব্যবহার NFC (Near Field Communication), যা থেকে খুব কাছে (১০ সেমি) হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আদান-প্রদান করা যায়। আইফোনে এই প্রযুক্তি ব্যবহার করলে ফোন থেকে সরাসরি পেমেন্ট দেয়ার সুযোগ তৈরী হবে।
নেদারল্যান্ডে রবোব্যাংক এই পদ্ধতি পরীক্ষা করেছে। বর্তমানে প্রচলিত পদ্ধতির বাইরে অর্থ লেনদেণের মাধ্যমে ক্রেতারা কেনাকাটা করতে পেরেছে। এটা যদি আইফোনে যুক্ত হয় তাহলে সেটা হবে এপলের আরেক বিস্ময়কর প্রযুক্তি।
ধারনা করা হচ্ছে ২০১০ সালে আইফোন ফোরজি দেখা যেতে পারে।
No comments:
Post a Comment