স্মার্টফোন যত স্মার্ট হচ্ছে ভাইরাসের আশংকা তত বাড়ছে। সেই আশংকা সত্য প্রমান করে প্রথমবারের মত আইফোনের জন্য ভাইরাসের সন্ধান পাওয়া গেছে অষ্ট্রেলিয়ায়। তবে বিশেষজ্ঞরা বলছেন Ikee নামের এই ভাইরাস শুধুমাত্রই অবৈধ আইফোন ব্যবহারকারীর জন্য কাজ করবে। যারা জেলব্রেক ব্যবহার করে আইফোন ব্যবহার করেন।
ভাইরাসটি বড় ধরনের ক্ষতি করে না। শুধুমাত্র ওয়ালপেপার পাল্টে সেখানে আশির দশকের সংগিতশিল্পী রিক এষ্টলীর ছবি বসিয়ে দেয়। তারপর সেখান থেকে অন্য ফোনে ছড়ায়। পরবর্তীকালে এটাই ক্ষতিকর রুপ ধারন করতে পারে। ফোন থেকে তথ্য চুরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে কেউ এই কোড ব্যবহার করে আরো ক্ষতিকর কিছু তৈরী করতে পারে।
দেখা গেছে যে আইফোনগুলি জেলব্রেক ব্যবহার করা এবং ইউনিক্স এর সিকিউর সেল ইউটিলিটি এবং ডিফল্ট পাশওয়ার্ড ‘এলপাইন’ ব্যবহার করে সেগুলিই আক্রান্ত হয়েছে। এলপাইন আইফোনকে ইন্টারনেটে কানেক্ট হতে সাহায্য করে। একারনে এই ডিফল্ট পাশওয়ার্ড ব্যবহার করে সফটওয়্যারটি ইনষ্টল করে ভাইরাসে আক্রান্ত করা সম্ভব হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বেশ কিছুদিন থেকেই এবিষয়ে জানেন। গত সপ্তাহে একজন এই ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে কি করতে হবে জানানোর জন্য টাকা দাবী করেছিল। তবে এই ভাইরাসের নির্মাতা অষ্ট্রেলিয়ার ২১ বছর বয়সী এসলি টাউনস, একজন প্রোগ্রামার এবং বেকার, সে জানিয়েছে সে সেই ব্যক্তি সম্পর্কে জানে না। নিতান্ত কৌতুহল বসেই সে একাজ করেছে।
No comments:
Post a Comment