এই মাসের সেরা ১০ ক্যামেরার দিকে একবার চোখ বুলিয়ে নিন। সাধারন মানের কমদামী ক্যামেরা এই তালিকা থেকে উধাও হয়ে গেছে। যায়গা করে নিয়েছে মিড থেকে হাই লেভেল এসএলআর। যেখানে দীর্ঘদিন ধরে নিজের অবস্থান ধরে রাখা নাইকনের ডি-৯০ এর সাথে ক্যাননের ৫০০ডি, ৪৫০ডি, ৫ডি মার্ক টু, ৭ডি, ৫০ডি সকলেই অবস্থান করছে। প্যানাসনিকের মাইক্রো ফোর-থার্ড ক্যামেরা জিএফ-১ ও অবস্থান করছে ওপরের দিকে।
মাত্র ৩টি ক্যামেরা রয়েছে পয়েন্ট এন্ড শ্যুট ক্যাটাগরীর। প্যানাসনিকের পকেট সুপারজুম জেডএস-৩, সুপারজুম এফজেড-৩৫ (এফজেড-৩৮) এবং ক্যাননের জি-১১।
টেবিলে মডেল, মেগাপিক্সেল, অপটিক্যাল জুম (লেন্স) এবং দাম এভাবে দেখানো রয়েছে। জুমের ঘরে কিছু না থাকার অর্থ লেন্স পৃথকভাবে কিনতে হবে।
No comments:
Post a Comment