November 8, 2009

এসারের ১ গিগাহার্টজ মোবাইল ফোন Acer neoTouch


সবকিছুই ভাল যাচ্ছে মাইক্রোসফটের। নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ বাজারে, উইনমোবাইল নতুন ভার্শন বাজারে, উইনমোবাইল ভিত্তিক ১ গিগাহার্টজ প্রসেসরের মোবাইল ফোন বাজারে। বিষয়টা এমনই। মোবাইল ফোন এসারের হলেও এটা আসলে উইন্ডোজ ভিত্তিক পকেট কম্পিউটার।

মোবাইল ফোনের জগতে এসারের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে নিওটাচকে। ১ গিগাহার্টজ প্রসেসর, সব ধরনের কানেকটিভিটি, ৫ মেগাপিক্সেল ক্যামেরা সবকিছুই পাওয়া যাবে এতে। সংক্ষিপ্ত পরিচিতি এমন;

৩.৮ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, ৪৮০-৮০০ রেজ্যুলুশন

উইন্ডোজ ৬.৫ অপারেটিং সিষ্টেম। সাথে এসারের হোমস্ক্রিন, কন্ট্যাক্ট, এজেন্ডা এবং গ্যালারী।

ক্যালকম স্ন্যাপড্রাগন ১ গিগাহার্টজ প্রসেসর, ২৫৬ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি সাপোর্ট।

৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। সাথে জিওট্যাগিং, ফ্লাশ, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন। ৩০ ফ্রেম/সে ভিডিও রেকর্ডিং।

কোয়াড ব্যান্ড জিএসএম, ট্রাই ব্যান্ড থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস।

এফএম রেডিও, ব্লুটুথ, টিভি-আউট, ৩.৫ মিমি অডিও জ্যাক, এক্সিলারোমিটার, স্মার্ট ডায়াল, অফিস ডকুমেন্ট ভিউয়ার, ফ্লাশ ফরম্যাট সাপোর্ট সহ ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। ফেসবুক, ফ্লিকার, ব্লগার ইত্যাদি সরাসরি ব্যবহারের সুযোগ। এমনকি উইন্ডোজের গেম সলিটেয়ার খেলার সুযোগও রয়েছে এতে।

নেই এর তালিকায় রয়েছে, পিডিএফ ডকুমেন্ট পড়ার সুবিধে নেই। জিপিএস-এ নেভিগেশনের ব্যবস্থা নেই। ক্যামেরা এবং ভিডিও মান সন্তোষজনক না।

No comments:

Post a Comment