November 8, 2009

ওপেনঅফিসের জন্য মাউস OpenOffice Introduce Multi-Button Mouse


মাইক্রোসফট অফিসের বিকল্প বিনামুল্যের ওপেন অফিস সফটওয়্যার হয়ত অনেকেই ব্যবহার করেন তাদের জন্য খবর, ওপেন অফিস কম্যুনিটি এবং ওয়ারমাউস একসাথে মিলে নতুন এক ধরনের মাউসের ঘোষনা দিয়েছে ওপেনঅফিসমাউস নামে পরিচিত এই মাউসে ১৮টি বাটন থাকবে, সবগুলি ডাবল-ক্লিক করা যাবে, প্রোগ্রাম করা যাবে, ৬০টি ভিন্ন ভিন্ন সেটিং ব্যবহার করা যাবে বাটন ছাড়াও এতে স্ক্রল হুইল থাকবে, ৫১২কেবি বিল্ট-ইন ক্যাশ মেমোরী থাকবে আর শুধু ওপেনঅফিসই না, ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট, কল অব ডিউটির মত গেম খেলা যাবে আরো সহজে

এর প্রধান উদ্দেশ্য ওপেন অফিসের ব্যবহার সহজ করা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, মাউস যা করতে পারে বলে ধারনা করা হয় তার চেয়ে অনেক বেশি পাওয়া যাবে এথেকে

ঠিক কখন বাজারে ছাড়া হবে তা জানানো হয়নি তবে এর দাম ৭৪.৯৯ ডলার হতে পারে বলে জানা গেছে

No comments:

Post a Comment