এপল জানিয়েছে তারা ওয়ার্ল্ড-মোড নামে বিশেষ ধরনের হাইব্রিড আইফোন তৈরী করতে যাচ্ছে। এতে সিডিএমএ এবং জিএসএম/ইউএমটিএস সিষ্টেমে কাজ করবে। অনেকেরই হয়ত জানা আছে আমেরিকার বৃহৎ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি এই দুভাগে বিভক্ত। বর্তমান আইফোন বিক্রেতা এটিএন্ডটি এবং টি-মোবাইল ব্যবহার করে জিএসএম অন্যদিকে ভেরিজোন, স্প্রিন্ট এরা ব্যবহার করে সিডিএমএ। নতুন আইফোন যে কোন সেবার সাথে ব্যবহার করা যাবে।
আইফোন এবং অন্যান্যদের মধ্যে যুদ্ধ এখন চুড়ান্ত রূপ নিয়েছে। অনেকে মটোরোলার ড্রয়েড-কে বলছেন আই-ফোন কিলার। ফিচারের দিক থেকে এটা আইফোনের চেয়ে উন্নত। আরেক বড় প্রতিদ্বন্দি ব্লাকবেরীও রয়েছে।
নতুন আইফোন আকারে বর্তমানের চেয়ে কিছুটা ছোট হবে বলে জানা গেছে। এর ডিসপ্লে ২.৮ ইঞ্চি। আইফোনের বর্তমান নির্মাতা হন হাই এর বদলে আসুসের প্রতিষ্ঠান পেগাট্রন এটা তৈরী করবে। আগামী বছর শেষদিকে এটা বাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে।
No comments:
Post a Comment