November 8, 2009

এলজি-র প্রথম এন্ড্রয়েড ফোন LG GW620 LG Eve



এলজি তাদের প্রথম এন্ড্রয়েড ফোন এলজি-ইভ নামে বিক্রি শুরু করেছে কানাডায়। অল্পদিনের মধ্যেই অন্যান্য দেশেও বিক্রী শুরু হবে বলে ধারনা করা হচ্ছে। একই সাথে এলজি আরেকটি এন্ড্রয়েড ফোনের ঘোষনা দিয়েছে। তাতে ১ গিগাহার্টজ ক্যালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হবে। আগামী বছরের মাঝামাঝি এটা বাজারে পাওয়া যাবে।

বর্তমানের নিত্যনতুন মোবাইলের ভিড়ে জিডব্লিউ ২২০ কতটা দৃষ্টি আকর্ষন করবে বলা কঠিন। এতে রয়েছে ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, এক্সিলারোমিটার, জিপিআরএস.এজ/থ্রিজি/ওয়াইফাই/ব্লুটুথ ইত্যাদি। অটোফোকাস সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা। জিওট্যাগিং, ফেস ডিটেকশন, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ইত্যাদি ফিচার রয়েছে ক্যামেরায়। ৭২০-৪৮০ ভিডিও রেকর্ডিং সুবিধে রয়েছে।

এছাড়া অফিস ডকুমেন্ট ভিউয়ার, জিপিএস, এফএম রিডিও এসবও রয়েছে।

No comments:

Post a Comment