ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়্যার নিয়ে যারা গবেষনা করেন তাদের এক সাম্প্রতিক পরীক্ষায় তারা পেয়েছেন ১০টির মধ্যে ৮টিই মাইক্রোসফটের নতুন অপারেটিং সিষ্টেম ৭ এর ইউজার এক্সেস কন্ট্রোল ভেদ করতে পারে। দ্বিতীয় আরেকটি কোম্পানী তাদের পরীক্ষায় এই তথ্য নিশ্চিত করেছে।
এতে অবশ্য তারা খুব অবাক হচ্ছেন না। তারা বলছেন এটা নির্ভর করে ব্যবহারকারী তা নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন তার ওপর। অধিকাংশ ব্যবহারকারী এন্টিভাইরাস ছাড়াই কাজ করেন, কিংবা নামমাত্র কিছু ব্যবহার করেই ধরে নেন কম্পিউটার নিরাপদ। উইন্ডোজ ৭ এই ধারনাকে আরো বদ্ধমুল করে যখন ঘোষনা করা হয় ব্যবহারকারীর পৃথক এন্টিভাইরাসের প্রয়োজন নেই।
ভিসতার ইউজার এক্সে কন্ট্রোল নিয়ে অভিযোগের পর উইন্ডোজ ৭ এ চার ধরনের সেটিং এর ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু বাস্তবে এর কোন ফল পাওয়া যাচ্ছে বলে বলছেন বিশেষজ্ঞরা।
এছাড়া ভিসতার বিভিন্ন সফটওয়্যারের কম্পাটিবিলিটির যে সমস্যা ছিল তাথেকে খুব উন্নতি হয়েছে বলে মনে করছেন না তারা। এজন্য নতুন কোন ফিচার যোগ করা হয়নি।
No comments:
Post a Comment