১৮ বছর এর কম বয়সী যারা এক্স-বক্স লাইভের সদস্য তাদের জন্য ফেসবুক, টুইটার ইত্যাদি সোস্যাল নেটওয়ার্কিং বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এবছরই শেষদিকে নতুন যে আপডেট ছাড়া হবে তখন থেকে তারা এই সাইটগুলি ব্যবহার করতে পারবে না।
মাইক্রোসফটের মুখপাত্র জানিয়েছেন এই সাইটগুলি বন্ধ করা হচ্ছে কারন অভিভাবকের পক্ষে অন্য কোন ব্যবস্থা অবলম্বন করে কাজটি করা যায় না। অনেক ক্ষেত্রেই প্যারেনটাল কন্ট্রোল বলে একটি বিষয় থাকলেও এক্ষেত্রে সেটি নেই। ফলে তাদেরকেই ব্যবস্থা নিতে হচ্ছে। এই আপডেট কবে ছাড়া হবে সঠিকভাবে জানানো হয়নি।
এটা আবার চালু করার জন্য আরেকটি আপডেট ছাড়া হবে। সেক্ষেত্রে অভিভাবকের অনুমতি থাকলে ১৩-১৭ বছর বয়সিরা এই সাইট ব্যবহারের সুযোগ পাবে।
উল্লেখ করা যেতে পারে কম্পিউটারে যত সহজে ভুল পরিচয় ব্যবহার করে সাইটে প্রবেশ করা যায় এক্স-বক্স লাইভে সেটা যায় না।
No comments:
Post a Comment