November 7, 2009

কল অব ডিউটি রেকর্ড গড়তে পারে New `Call of Duty' could set entertainment record

এখন পর্যন্ত বাজারে আসার পর এক সম্পাহে সাড়ে ১৫ কোটি ডলারের বিক্রির রেকর্ড হলিউডের মুভি ডার্ক নাইট-এর। নতুন কল অব ডিউটি সেই রেকর্ড ভাঙতে পারে। তবে কল অব ডিউটি হলিউডের মুভি না, ভিডিও গেম। একটিভিশন ব্লিজার্ড ইনক এর তৈরী কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার ২ আগামী মংগলবার বাজারে আসতে যাচ্ছে। এক সপ্তাহে ৫০০ কোটি ডলারের বেশি বিক্রি হবে বলে ধারনা করা হচ্ছে।

গেমের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রির রেকর্ড গতবছরের গ্রান্ড থেফট অটোর। কল অব ডিউটি অনায়াসে তাকে ছাড়িয়ে যাবে বলে বলছেন অনেকেই। নির্মাতার আশা, তারা অন্তত ২০০ কোটি ডলারের ব্যবসা করবেন প্রথম তিন মাসে। ৬০ ডলার দামের এই গেম কম্পিউটার, সনি প্লেষ্টেশন ৩ এবং মাইক্রোসফটের এক্স বক্স ৩৬০ এর জন্য পাওয়া যাবে।

একটিভিশন মধ্যরাতে এর উদ্বোধনী অনুষ্ঠান করবে অন্তত ১০,০০০ যায়গায়, এদের মধ্যে আমেরিকাব্যাপি ৪,৩০০ গেমষ্টপ ষ্টোর নামে দোকানের অধিকাংশই রয়েছে। অগ্রিম অর্ডার তারা কতগুলি পেয়েছেন সেই সংখ্যা উল্লেখ করছেন না, তবে গেমষ্টপ আশা করছে বিক্রি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

No comments:

Post a Comment