নোকিয়া কমদামী মোবাইল ফোনের দিকে নতুনভাবে জোর দিয়েছে। একসাথে ৪টি ফোনের ঘোষনা দিয়েছে তারা। নোকিয়া ১৬১৬, ১৮০০, ২২২০ স্লাইড এবং ২৬৯০ সবগুলিই বর্তমানযুগে কমদামী ফোন বলে বিবেচিত হবে। স্বাভাবিকভাবেই এতে রয়েছে ফোনের একেবারে প্রয়োজনীয় বিষয়গুলি।
১৬১৬ এবং ১৮০০ মডেলদুটি এস৩০ অপারেটিং সিষ্টেমে চলবে। দুটিতেই ৬৫কে কালার ডিসপ্লে, ১২৮-১৬০ রেজ্যুলুশন, টর্চের কাজের জন্য এলইডি ফ্লাশলাইট রয়েছে। ১৮০০ মডেলে এফএম রেডিও এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এর কাঠামো পরিবেশবান্ধব। পুরোটাই রিসাইকেল করা যাবে।
১৮০০ মডেল তিনটি রঙে এবং ১৬১৬ মডেল ৪টি রঙে পাওয়া যাবে। আগামী বছরের শুরুতেই এগুলি বিক্রি শুরু হবে।
২২২০ স্লাইড এর অপারেটিং সিষ্টেম এস৪০। এতে এফএম রেডিও, ভিজিএ ক্যামেরা এবং এজ কানেকটিভিটি থাকবে। ৬টি ভিন্ন ভিন্ন রঙে সেটটি পাওয়া যাবে।
২৬৯০ এর অপারেটিং সিস্টেম এস৪০। এতে আরডিএস সহ এফএম রেডিও, ভিজিএ ক্যামেরা, ব্লুটুথ, মাইক্রো এসডি কার্ড স্লট, ৩.৫ মিমি অডিও জ্যাক ছাড়াও জিপিআরএস/এজ কানেকটিভিটি থাকবে। সেটটি ৪টি রঙে পাওয়া যাবে। আগামী বছরের শুরুতে এটি বাজারে ছাড়া হবে।
সেটগুলির দাম ৩০ থেকে ৬০ ডলারের মধ্যে।
No comments:
Post a Comment