November 11, 2009

ক্যামকোর্ডার ইনফো বর্ষসেরা ক্যামেরা Camcorderinfo Best Camera 2009

প্রতিবছর ক্যামকোর্ডার ইনফো বছরের সেরা ভিডিও ক্যামেরার তালিকা প্রকাশ করে থাকে এবছরের তালিকার প্রধান বৈশিষ্ট হচ্ছে, এতে টেপ ভিত্তিক কোন ক্যামেরা নেই বরং ভিডিও করতে সক্ষম এসএলআর ক্যামেরা যায়গা পেয়েছে সব বিভাগ মিলিয়ে বর্ষসেরা ক্যামেরার স্থান পেয়েছে Panasonic HDC-TM300 (দাম ১০৫০ ডলার) ক্যামেরা রানার-আপ Canon Vixia HF S11 (দাম ১৩৫০ ডলার)

মানের সাথে দামের বিচারে সবচেয়ে ভাল ক্যামেরা Sanyo VPC-HD2000 দাম ৬০০ ডলার , রানার আপ JVC Everio GZ-HM400




আলট্রা কমপ্যাক্ট ক্যামেরার মধ্যে সেরা Pure Digital Flip UltraHD, দাম ১৭৯ ডলার রানার আপ Sanyo Xacti VPC-CG10 দাম ১৯৭ ডলার




মধ্যম মানের ক্যামেরার মধ্যে সেরা JVC Everio GZ-HM200 দাম ৪৯৯ ডলার রানার আপ Canon Vixia HF20 দাম ৬২৩ ডলার



ওপরের ক্যামেরার সবগুলিই হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করতে পারে ষ্ট্যান্ডার্ড ডেফিনিশন ক্যামেরার মধ্যে সেরা JVC Everio

GZ-MG670 দাম ৩৮৭ ডলার রানার আপ Canon FS200 দাম ২৬৪ ডলার




হাই-ডেফিনিশন ভিডিও করতে সক্ষম এসএলআর ক্যামেরার মধ্যে সেরা Panasonic Lumix GH1 দাম ১৪৪৮ ডলার রানার আপ Canon EOS 5D Mark II দাম ২৪৬৯ ডলার

No comments:

Post a Comment