November 11, 2009

নোকিয়া মোবাইল এন-৯০০ পাওয়া যাচ্ছে Nokia N900 is shipping now, Nokia X6 expected to follow

সকলের জন্য সবকিছু, এই পরিচয়ের ফোন এন-৯০০ এর অনলাইন অর্ডার নেয়া হচ্ছে। যদি জানা না থাকে তাহলে জেনে নিন, এর অপারেটিং সিষ্টেম হচ্ছে মেমো (Maemo), এক ধরনের লিনাক্স। যার অর্থ সাধারন লিনাক্সভিত্তিক সফটওয়্যার এতে ব্যবহার করা যাবে। ওপেনঅফিস, ফায়ারফক্স ৩.০ এগুলি কিছু উদাহরন। বিশাল আকারের টাচস্ক্রিন, সাইড স্লাইড ফুল কিবোর্ড, সব ধরনের কানেকটিভিটি সবকিছু মিলিয়ে নোকিয়ার সবচেয়ে শক্তিশালী হ্যান্ডসেট।

নোকিয়ার আরেকটি নতুন সিরিচ এক্স এর ফোন এক্স৬ বাজারে ছাড়া হবে ১৬ নভেম্বর। সিমবিয়ান এস৬০ সেটটিতে নোকিয়া প্রথমবারের মত ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ব্যবহার করেছে। যারা গান শুনতে চান তাদের জন্য অত্যন্ত উচু মানের হেডসেট, ফ্রি মিউজিক ডাউনলোডের সুবিধা ইত্যাদি। ৩২ গিগাবাইট মেমোরী সহ সেটটিতে সব ধরনের কানেকটিভি রয়েছে।

আরেকটি খবর, ফুল-কিবোর্ড ছাড়া এন-৯০০ এর আরেকটি ভার্শন এন-৯২০ এর ছবি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

No comments:

Post a Comment