বিশ্বের ১ নম্বর পিসি নির্মাতা এইচপি ২৭০ কোটি ডলারে কিনে নিচ্ছে নেটওয়াকিং প্রতিষ্ঠান থ্রিকমকে। সাধারনভাবে এই ব্যবসাকে পিসি ব্যবসার চেয়ে লাভজনক বলে গন্য করা হয়। এইচপি তাদের আগামী বছরের লক্ষ্যমাত্র দেখিয়ে সেখানে লাভ উল্লেখ করলেও নির্দিষ্ট করে কোথায় লাভ তা বলেনি। এদিকে এই খবর প্রকাশ পাওয়ার পর এইচপির শেয়ারের দাম ৩৫ ভাগ কমে গেছে, অন্যদিকে থ্রিকমের শেয়ারের দাম ৩৫ ভাগ বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে থ্রিকমের শেয়ার প্রতি দাম ৭.৬৭ ডলার। এইচপি তাদের শেয়ারপ্রতি ৭.৯ ডলার দেবে। থ্রিকমে বর্তমানে ৫,৮০০ জন কর্মী। তাদের কর্মী ছাটাই করা হবে কিনা সেকথাও ষ্পষ্ট করেনি এইচপি।
একসময় থ্রিকমের শেয়ারের চাহিদা আকাশচুম্বি ছিল। ২০০০ সালে ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। এরপর তা কমে ৫ ডলারের নিচে নেমে আসে।
আরেক নেটওয়ার্কিং কোম্পানী সিসকোও এইচপির নিয়ন্ত্রনে। যদিও সেখান থেকে আয় মুল এইচপির শতকরা ১ ভাগেরও কম। গত ৯ মাসে এইচপির আয় ৮৩৬ কোটি ডলার।
এদিকে এইচপি নিজের ২৪,৬০০ কর্মী ছাটাই করছে। আরো ৬,৪০০ ছাটাই করা হবে বলে জানা গেছে। এর আগে তাদের কর্মীসংখ্যা ছিল ৩ লক্ষ ২০ হাজার।
এইচপি জানিয়েছে আগামী বছর তাদের আয় ১১৮০ কোটি ডলার থেকে ১১৯০ কোটি ডলারে পৌছুবে।
No comments:
Post a Comment