November 12, 2009

লিটল ওয়েববুক, Litl Webbook Blend the Web and TV-like Viewing Experience in Home Computer


লিটল নামের এক কোম্পানী একেবারে নতুন ধরনের কম্পিউটার এবং অপারেটিং সিষ্টেম বাজারে ছেড়েছে ওয়েববুক কম্পিউটার নামের এই কম্পিউটারে সহজে অনলাইনের ছবি দেখার ব্যবস্থা, সব ধরনের সোস্যাল নেটওয়ার্ক সহ ইন্টারনেট ব্যবহার সবকিছুই করা যাবে ব্যবহার টিভি চালানোর মতই সহজ কম্পিউটার ব্যবহারের জটিল (!) কোন নিয়মকানুন শিখতে হবে না

যখন কম্পিউটার হিসেবে ব্যবহার করা হবে না তখন এর কিবোর্ড ভাজ করে ষ্ট্যান্ড হিসেবে ব্যবহার করা যাবে তখন এটা একটা ১০ ইঞ্চি স্ক্রিনের ডিজিটাল ফটো গ্যালারী কিংবা মিউজিক প্লেয়ার কিংবা টিভি ছবি দেখা, গান শোনা, খবর শোনা যে কাজে খুশি ব্যবহার করা যাবে

অধিকাংশ কম্পিউটার স্ক্রীণ তৈরী করা হয় একজনের ব্যবহারের উপযোগি করে এর ডিসপ্লেতে ১৭৮ ডিগ্রী কৌনিক অবস্থান থেকেও দেখা যাবে ফলে অনেকে একসাথে দেখার সুযোগ পাবে এতে আবার হাই-ডেফিনিশন টিভির সাথে কানেক্ট করার ব্যবস্থাও আছে রিমোট কন্ট্রোল দিয়ে ফ্লিকার এর ছবি কিংবা ফেসবুক ব্যবহার করা যাবে

আপনি কম্পিউটার ব্যবহারের সময় নিশ্চয়ই আপডেট, প্যাচ ইত্যাদি নিয়ে মাথা ঘামান লিটল এমনভাবেই তৈরী যা একাজগুলি নিজে থেকেই করবে সবচেয়ে বেশি সমস্যা যেখানে হয় সেই হার্ডডিস্ক বলে কিছু এতে নেই অন করলেই সরাসরি ইন্টারনেট থেকে কাজ করবে

লিটল এর দাম ৬৯৯ ডলার

No comments:

Post a Comment