November 13, 2009

ফেসবুক তাকে জেল থেকে বাচাল Facebook status update saves man from jail

তার নামে অভিযোগ সে ডাকাতির ঘটনায় অংশ নিয়েছে এই অভিযোগ মিথ্যে প্রমান করল ফেসবুক যখন জানা গেল সেইসময় সে ফেসবুকে আপডেট করেছে একই সংগে ডাকাতি এবং ফেসবুকে আপডেট করা সম্ভব না, কাজেই তার এলিবাই গ্রহনযোগ্য

রডনি ব্রাডফোর্ড সিউল থেকে একটা মেসেজ পেয়ে তার উত্তর লিখতে বসেন তার জানা ছিল না সময়মত এটা লেখার কারনে তাকে জেল থেকে রক্ষা পেতে হবে তিনি কাজটি করেছিলেন পিতার কম্পিউটার ব্যবহার করে, ঠিক ১১.৪৯ মিনিটে পরদিন তাকে গ্রেপ্তার করা হয় ডাকাতির অভিযোগে তবে তাক্ষনিকভাবেই তার আইনজীবি ফেসবুকের কথা স্মরন করেন

তবে কেউ কেউ এতে সন্তুষ্ঠ নন তারা বলছেন তার নাম এবং পাশওয়ার্ড ব্যবহার করে যেকেউ কাজটি করতে পারে

No comments:

Post a Comment