জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরী মোবাইল, শুনে কিছুটা অবাক হতেই পারেন। এটাই তৈরী করেছে ইমেইল এবং টেক্সট এর যন্ত্র তৈরী করে পুরস্কার পাওয়া পিক। পৃথকভাবে ইন্টারনেটের জন্য খরচ না করেই যে কোন যায়গা থেকে মোবাইল ফোনের খরচে টুইটার ব্যবহার করা যাবে এতে। আর টেক্সট ব্যবহারের যতরকম সুবিধা তাতো আছেই।
টুইটারপিক মোবাইল আকারে সাধারন মোবাইল ফোনের মতই। পাতলা। দ্রুত টেক্সট টাইপ করার মত ডিজাইনে ফুল কিবোর্ড। টুইটারের মেনু, ছবি সবই দেখা যাবে ভালভাবে। আর এটা যে দামে বিক্রি হচ্ছে তারসাথে কোন মোবাইল সেট পেরে উঠবে না।
৯৯ ডলারে সেট এবং ৬ মাসের জন্য আনলিমিটেড টুইটার ব্যবহার। এরপর মাসিক ৭.৯৫ ডলার দিতে হবে টুইটার ব্যবহারের জন্য। আর ১৯৯ ডলার সেট এবং আজীবন টুইটার ব্যবহারের জন্য।
No comments:
Post a Comment