November 17, 2009

ক্যাসিওর ব্যাক-লিট সহ নতুন ক্যামেরা Casio adds back-lit CMOS for EX-FH25 & EX-FC150


ক্যাসিও তাদের ক্যামেরায় ব্যাক-লিট যোগ করে নতুন দুটি মডেল বাজারে ছেড়েছে। ব্যাক-লিট কি যদি না জানা থাকে তাহলে সংক্ষেপে জেনে নিন, সাবজেক্টের পিছনে যদি অতিরিক্ত আলো থাকে তাহলে সাবজেক্টকে অন্ধকার দেখায়। এটা দুর করার জন্য ব্যাক-লিট নামের বিশেষ পদ্ধতিতে উজ্জ্বল করা হয়।

১০ মেগাপিক্সেলের এই নতুন সেন্সর ব্যবহার করা হয়েছে তাদের সুপারজুম ক্যামেরা এফএইচ-২০ তে। নতুন মডেল পরিচিত হবে এফএইচ-২৫। অপরটি হচ্ছে এফসি-১০০ এর বদশি মডেল এফসি-১৫০।

ক্যাসিও ক্যামেরার উল্লেখযোগ্য বৈশিষ্ট হচ্ছে এতে বার্ষ্ট মোডে ৪০ ফ্রেম/সে ছবি উঠানো যায় এবং ভিডিওতে ১০০০ ফ্রেম/সে ব্যবহার করা যায়।

No comments:

Post a Comment