November 17, 2009

রাশিয়ার কল অব ডিউটি নিষিদ্ধ Call of Duty: Modern Warfare 2 banned in Russia

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ভিডিও/কম্পিউটার গেম কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার ২ নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ায়। কারন হিসেবে উল্লেখ করা হয়েছে এতে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে। গেমের বিষয় হচ্ছে রাশিয়ায় ক্ষমতাসীন অতিমাত্রায় রক্ষনশীল সরকার এবং তাদের অতিমাত্রায় নীপিড়নমুলক এবং সন্ত্রাসী কার্যকলাপ।

উল্লেখ করা যেতে পারে এধরনের নিষিদ্ধ করার ঘটনা সাধারনত আরো বেশি প্রচারে সাহায্য করে। এশিয়ার কোন কোন দেশে গ্রান্ড থেফট অটো নিষিদ্ধ করা হয়েছিল সহিংসতার কারনে। রাশিয়ার হ্যারি পটার মুভি নিষিদ্ধ করা হয়েছিল অবাস্তব বিষয়কে প্রচার করা হচ্ছে এই অভিযোগে।

No comments:

Post a Comment