লেন্স নির্মাতা কার্ল জিস জানিয়েছে তারা সেমি-প্রফেশনাল এসএলআর ক্যামেরার জন্য বিশেষ ধরনের লেন্স তৈরী করেছে। এর সিপিইউ নিজে থেকে সব ধরনের সেটিং ঠিক করে দেবে। লেন্স নিজেই ক্যামেরার কাছে সবধরনের তথ্য পাঠাবে, ফলে ব্যবহারকারীকে এগুলি ঠিক করতে হবে না।
ZF.2 সিরিজ নামে পরিচিত ৮টি ভিন্ন ভিন্ন ফোকাল লেন্থের লেন্স এমাস থেকেই বিক্রি শুরু হবে। ৬টি পাওয়া যাবে নভেম্বরের শেষদিক থেকে, ২টি আগামী বছর।
এফ বেয়নেট মাউন্ট লেন্সগুলি নাইকন ক্যামেরায় ব্যবহার করা যাবে। এগুলির দাম ৫৪৫ ইউরো থেকে ১৩৮৬ ইউরো পর্যন্ত।
No comments:
Post a Comment