নোকিয়া জানিয়েছে তারা বহু প্রতিক্ষিত ই-৭২ বাজারে ছাড়া শুরু করেছে। এর অর্থ আগামী কয়েকদিনের মধ্যে তা দোকানে পাওয়া যাবে। এটা বাজারে আসার কথা ছিল আরো দুমাস আগে। সাধারনত ঘোষনা দিয়ে সময়মত বাজারে না ছাড়তে পারাকে কোম্পানীর দুর্বলতা হিসেবে দেখা হয়।
ই-৭২ তে ফুল কিবোর্ড রয়েছে। সাথে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ২ এমবিপিএস পর্যন্ত এইচএসইউপিএ এবং ১০ এমবিপিএস পর্যন্ত এইচএসডিপিএ কানেকটিভিটি। এছাড়া জিপিএস নেভিগেশনের সাথে ইলেকট্রনিক কম্পাস রয়েছে। তারপরও এটা একেবারে পাতলা, পুরুত্ব মাত্র ১০ মিমি।
সেটটি কালো, ধাতব সাদা এবং বাদামী রঙে পাওয়া যাবে। এর দাম জানানো হয়েছিল ৩৫০ ইউরো। এই দাম অপরিবর্তিত থাকবে কিনা জানা যায়নি।
No comments:
Post a Comment