November 1, 2009

ক্রিয়েটিভের ই-বুক রিডার Creative e-book reader


গত দুসপ্তাহের কম সময়ের মধ্যে দুটি কোম্পানী ই-বুক তৈরীর ঘোষনা দিয়েছে। প্রথমে জানা গেল বার্নেস এন্ড নোবল এর নুক, এরপর ব্রিজষ্টোন এর ফ্লেক্সিবল ই-রিডার। এখন শোনা যাচ্ছে জেন এমপিথ্রি প্লেয়ারের নির্মাতা ক্রিয়েটিভ ই-বুক রিডার তৈরী করছে। তাদের রিডারের নাম মিডিয়াবুক।

সিংগাপুরে তাদের বাৎসরিক সভায় নতুন এই যন্ত্রের মডেল দেখানো হয়েছে। এতে টাচস্ক্রিন, টেক্সট টু স্পিচ ফাংশন এবং এসডি কার্ড স্লট রয়েছে। এটি ক্রিয়েটিভের সিষ্টেম অন এ চিপ প্রযুক্তিতে কাজ করবে এবং ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা থাকবে।

জানা যাচ্ছে ক্রিয়েটিভ স্থানিয় এবং বিশ্বের প্রকাশকদের সাথে কথা বলছে। যার ফলে গল্পের বই, খবরের কাগজ, পত্রিকা, শিক্ষামুলক উপকরন, পাঠ্যবই ইত্যাদি তারা মিডিয়াবুকের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে পারে। সিংগাপুর প্রেস হোল্ডিং, যারা ১৭টি খবরের কাগজ এবং শতাথিক পত্রিকা বের করে, তারা বলছে তারা ক্রিয়েটিভের মাধ্যমে মাল্টিমিডিয়ার নতুন পদ্ধতি পেতে চেষ্টা করছে। এর মাধ্যমে ভিডিও, রেডিও প্রোগ্রাম ইত্যাদি মানুষের কাছে পৌছে দেয়া যাবে।

No comments:

Post a Comment