মজিলা তাদের ইন্টারনেট ব্রাউজার ফায়ারফক্সের নতুন ভার্শন ৩.৬ এর বেটা ডাউনলোডের জন্য দিয়েছে। এর নতুনত্বের মধ্যে রয়েছে পারশোনা নামে একটি ফিচার যা থেকে ব্যবহারকারী নিজের পছন্দমত স্কিন ব্যবহার করে ইন্টারফেস সাজাতে পারবেন, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আগের চেয়ে দ্রুত কাজ করবে, দ্রুত চালু হবে, কম্পিউটার এবং ব্রাউজারের মধ্যে ফাইল ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে ব্যবহার করা যাবে।
অন্যান্য নতুন ফিচারের মধ্যে রয়েছে উন্নত জিওলোকেশন টেকনোলজি। এর ফলে ব্যবহারকারীর শুধু অক্ষাংশ-দ্রাঘিমাংশই না, সত্যিকারের ঠিকানা জানা যাবে। কোন ডিসপ্লে এক্সিলারোমিটার সাপোর্ট করে তা জানা যাবে, ভিডিও সহ ওয়েব পেজের ভিডিও ফুলস্ক্রিনে দেখা যাবে।
এবছরই ৩.৭ এর ফুল ভার্শন চালু হওয়ার কথা এবং আগামী বছর ৪.০ বাজারে আসার কথা রয়েছে। বর্তমান ৩.৬ ডেমো ভার্শন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে
No comments:
Post a Comment