October 31, 2009

অন-ওয়ানের ফটোটিউন ৩.০ ফটোশপ প্লাগইন onOne PhotoTune 3 Photoshop plug-in


অন-ওয়ান তাদের ফটোটিউন প্লাগইনের নতুন ভার্শন ৩.০ এর ঘোষনা দিয়েছে। ফটোগ্রাফাররা ছবির রং ঠিক করার জন্য এই প্লাগইন ব্যবহার করে থাকেন। নতুন এই ভার্শনে উইজার্ড ব্যবহার করে দুইধাপে ছবি অপটিমাইজ করা যাবে, এজন্য কালার থিওরি কিংবা জটিল কার্ভ ব্যবহার করতে হবে না। এর স্কিন টুল ব্যবহার করে এক ক্লিকেই স্কিন টোন ঠিক করা যাবে।

নতুন ভার্শনের প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে;

অটোমেটিক কারেকশন : এর সাহায্যে তাদের আই-ফাইডালিটি প্রযুক্তি ব্যবহার করে এক ক্লিকে টোন পরিবর্তন করা যাবে। যার অর্থ হাইলাইট এবং স্যাডোকে পৃথকভাবে ব্যবহার করতে হবে না।

প্রফেশনাল কন্ট্রোল : যারা আরো বেশি কন্ট্রোল ব্যবহার করতে চান তাদের জন্য টোন, কালার, শার্পেনিং ইত্যাদির পৃথক পৃথক কন্ট্রোল রয়েছে। এর ইমেজ নিজেই কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যায়। ইমেজকে ডানে-বামে কিংবা যে কোনদিকে সরালে পরিবর্তণ হয়, এজন্য স্লাইডার/বাটন প্রয়োজন হয় না।

অটোমেটিক কালার কারেক্ট পোট্রেট : স্কিনটিউন কন্ট্রোল ব্যবহার করে এক ক্লিকেই স্কিনের রং পরিবর্তন করা যায়। এর ফলে শুধুমাত্র স্কীন কালারই পরিবর্তিত হবে, পুরো ছবি না।

এগুলি ছাড়াও কালার কারেকশন উইজার্ড উন্নত করা হয়েছে, ব্লাক এন্ড হোয়াইট কনভার্শনকে সহজ করা হয়েছে।

প্লাগইনটি ফটোশপ সিএস৩ এবং সিএস৪ এরসাথে কাজ করবে। এর দাম ১৫৯.৯৫ ডলার। এছাড়া আগের ভার্শন ব্যবহারকারীরা ৯৯.৯৫ ডলার দিয়ে আপগ্রেড করার সুযোগ পাবেন।

No comments:

Post a Comment