লেনোভো উইন্ডোজ ৭ এর জন্য নতুন ল্যাপটপ এবং ডেস্কটপের ঘোষনা দিয়েছে। তাদের আইডিয়াপ্যাড ল্যাপটপের মধ্যে রয়েছে ১১.৬ ইঞ্চি আলট্রা পোর্টেবল U150 ১৫.৬ ইঞ্চি U550 এবং উচুমানের ১৫.৬ ইঞ্চি Y550P
এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওয়াই-৫৫০পি ল্যাপটপে ইন্টেল আই-৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এনভিডিয়া গ্রাফিক্স, ১৫.৬ ইঞ্চি ওয়াইডস্ক্রিন ডিসপ্লে, ডলবি হোম থিয়েটার সারাউন্ড সাউন্ড এর সাথে সহজে ব্যবহারের জন্য কিবোর্ডের ওপর একটি টাচ নেভিগেশন বার থাকবে। এর দাম ১১৪৯ ডলার।
আইডিয়াপ্যাড ইউ১৫০ যেমন আকারে ছোট তেমনি একেবারে পাতলা। এর পুরুত্ব মাত্র .৫৩ ইঞ্চি। ওজন ৩ পাউন্ডের কম। এতে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৩ মেমোরী সাপোর্ট, ১১.৬ ইঞ্চি হাই ডেফিনিশন ওয়াইড স্ক্রিন ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারী, শক প্রোটেকশন হার্ডডিস্ক, সহজে ব্যাকআপ নেয়ার সুবিধা ইত্যাদি থাকবে। এর দাম ৫৮৫ ডলার।
আইডিয়াপ্যাড ইউ৫৫০ ল্যাপটপে কোর টু ডুয়ো প্রসেসরের সাথে ডলবি সাউন্ড রুম সারাউন্ড সাউন্ড, ফিংগারপ্রিন্ট রিডার, ফেস ডিটেকশন ইত্যাদি থাকবে। এর দাম ৬৫০ ডলার।
No comments:
Post a Comment