November 1, 2009

ফেসবুকের ৭১ কোটি ডলার ক্ষতিপুরন লাভ Web marketer ordered to pay Facebook $711M damages

ফেসবুক ব্যবহারকারীদের ঠিকানায় ব্যবসায়িক ই-মেইল পাঠানোর এক মামলায় কোর্ট ফেসবুকের পক্ষে রায় দিয়েছে এবং অভিযুক্তকে ৭১ কোটি ১০ লক্ষ ডলার জরিমানা দিতে বলেছে। ফেসবুক জানিয়ে অভিযুক্তকে জরিমানা দেয়া ছাড়াও উচ্চতর আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে। যার অর্থ সানফোর্ড ওয়ালেস নামের ওই ব্যক্তির জন্য জেল অপেক্ষা করছে। ওয়ালেস এই কাজের জন্য আগে থেকেই পরিচিত। ৯০ এর দশকে তাকে একবার ধরা হয়েছিল দৈনিক ৩ কোটি স্প্যাম ই-মেইল পাঠানোর অভিযোগে। তার নাম দেয়া হয়েছিল স্প্যাম কি, স্প্যামফোর্ড ইত্যাদি।

২০০৮ সালে মাইস্পেস এর একই ধরনের এক মামলায় ওয়ালেস এবং তার সহযোগি ওয়াল্টার রাইনস এর জরিমানা করা হয়েছিল ২৩ কোটি ডলার। ২০০৬ সালে পপ-আপ এড প্রচারের জন্য ৪০ লক্ষ ডলার জরিমানা করা হয়েছিল।

ফেসবুক বলেছে, তারা এই অর্থ পাবে এটা আশা করে না, তবে স্প্যামের বিরুদ্ধে এটা একটা বিজয়।

স্প্যামারদের বিরুদ্ধে এটা তাদের দ্বিতীয় বৃহত্তম জরিমানা। ২০০৮ সালে একইভাবে ফেসবুক ব্যবহার করে পর্ন বিজ্ঞাপন প্রচার করার মামলায় তাদের পক্ষে ৮৭ কোটি ৩০ লক্ষ ডলারের রায় দিয়েছিল।

No comments:

Post a Comment