November 3, 2009

ফটোশপের প্লাগ-ইন AKVIS Noise Buster 7.0

অল্প আলোতে ছবি উঠালে, আইএসও বেশি থাকলে অথবা অন্যান্য কারনে ডিজিটাল ছবিতে অথবা স্ক্যান করা ছবি থেকে লাল-নীল পিক্সেলের দাগ দুর করার জন্য প্লাগইন নয়েজ বাষ্টার। এর নির্মাতা একেভিজ নয়েজ বাষ্টার এর নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে। ছবির মান ঠিক রেখে এইসব অপ্রয়োজনীয় দাগ দুর করা যাবে এটা ব্যবহার করে।

একটি হিষ্টোগ্রাম নয়েজের বৈশিষ্ট দেখাবে যা থেকে ব্যবহারকারী বুঝবেন কোথায় কতটুকু পরিবর্তন করতে হবে। লুমিন্যান্স এবং কালার এর জন্য পৃথক সেটিং সবচেয়ে কার্যকরভাবে নয়েজ দুর করতে সাহায্য করবে।

নতুন ভার্শনে নয়েজ দুর করার পদ্ধতি উন্নত করার সাথেসাথে অটো ফিল্টারের পদ্ধতি উন্নত করা হয়েছে। ৬৪ বিট সাপোর্ট যোগ করা হয়েছে। এছাড়া ম্যাক এবং উইন্ডোজ ৭ অপারেটিং সিষ্টেমে কাজ করবে। ষ্ট্যান্ড-এলোন ভার্শনে প্রিন্ট ডায়ালগ থেকে প্রিন্টার-রেজ্যুলুশন ইত্যাদি সিলেক্ট করা যাবে।

ফটোশপ, ফটোশপ এলিমেন্টস ছাড়াও কোরেল ফটো পেইন্ট, পেইন্টার, পেইন্ট শপ প্রো, ফটো ইমপ্যাক্ট ইত্যাদির সাথে সফটওয়্যারটি কাজ করবে।

No comments:

Post a Comment