সনির হাই-ডেফিনিশন ক্যামেরা HDR-CX500V তে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী অথবা মেমোরী ষ্টিক কার্ডে ভিডিও করা যায়। আকারে একেবারে ছোট হলেও এর সেন্সর তুলনামুলক বড় এবং ভিডিওর মান খুব উন্নত। কালার এবং নয়েজ পারফরমেন্স খুবই ভাল এবং অল্প আলোতে ছবি উঠানোর জন্য সুবিধাজনক।
এর লেন্স ১২এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। ফোকাল লেন্থ ৪৩-৫১৬ মিমি। ১/২.৮৮ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। ষ্টিল রেজ্যুলুশন ৬ মেগাপিক্সেল। এতে বড় আকারের ৩ ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি ডিসপ্লে রয়েছে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন অত্যন্ত কার্যকর। ষ্টিল ছবিতেও ভাল পারফরমেন্স পাওয়া যায়। ষ্টিলের জন্য ফ্লাশ রয়েছে এবং লেন্সের ওপর অটো কাভার রয়েছে। এইচডি এবং এসডি উভয় ফরম্যাটে রেকর্ড করা যায়। স্লো রেকর্ড নামে একটি ফিচার রয়েছে।
রেকর্ড করার সময় টাচস্ক্রিন ব্যবহার করে স্পট ফোকাস/স্পট মিটারিং ব্যবহার করা যায়। সব ধরনের অটো কন্ট্রোলই সুন্দরভাবে কাজ করে। সাধারনভাবে ক্যামেরার ব্যবহার সহজ।
এতে জিপিএস রয়েছে। এর দাম ১০৯৯ ডলার। ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী সহ ক্যামেরাটির আরেকটি ভার্শন পাওয়া যায়। এর মডেল HDR-CX520V.
No comments:
Post a Comment