বিশ্বের সবচেয়ে দ্রুত ওয়েব ব্রাউজার হিসেবে ইতিমধ্যে পরিচিতি পাওয়া গুগলের ক্রোম ব্রাউজার ৪.০.২২৩.১৬ নামে একটি বেটা ভার্শন ছাড়া হয়েছে। অনেকে বলছেন গুগল ওয়েব ব্রাউজারের মাধ্যনে ইন্টারনেট ভিত্তিক নতুন ধরনের অপারেটিং সিষ্টেমের চেষ্টা করছে।
নতুন ভার্শনের সবচেয়ে বড় সংযোজন হচ্ছে এক্সটেনশনের ব্যবহার। যদিও বেটা ভার্শনে সেটা পাওয়া যাবে না। এছাড়া এটা প্রসেসরের ক্ষমতাকে আরো ভালভাবে ব্যবহার করবে। ওয়েবজিএল নামে থ্রিডি ইন্টারফেস কম্পিউটারের হার্ডওয়্যার এক্সিলারেটর ব্যবহার করবে। এগুলি একসাথে কাজ করলে ওয়েবের ক্ষেত্রে নতুন ধরনের অভিজ্ঞতা লাভ করা যাবে।
অত্যন্ত দ্রুত জনপ্রিয় হলেও এখনও মুল প্রতিযোগি মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার অন্যদের ধরাছোয়ার বাইরে। ৬৪.৬ ভাগ মানুষ এটা ব্যবহার করে। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা ফায়ার ফক্স ব্যবহার করা হয় ২৪.১ ভাগ। তৃতীয় অবস্থানে রয়েছে সাফারী।
ক্রোম ৪ শুধুমাত্র উইন্ডোজের জন্য পাওয়া যাবে। ম্যাক এবং লিনাক্সের জন্য এখনও তৈরী হয়নি।
ওয়েব এড্রেস : http://googlechromereleases.blogspot.com/2009/11/beta-channel-updated-to-40-with.html
No comments:
Post a Comment