
অনেক দিন ধরে প্রকাশ হয়ে যাওয়া ভিডিও, ছবি এবং সবচেয়ে দ্রতগতির প্রসেসর ইত্যাদি নানারকম জল্পনাকল্পনার পর এখন আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হল সনি এরকশনের নতুন মোবাইল ফোন, এক্সপেরিয়া এক্স-১০। আগে যেমন জানা গিয়েছিল তার অনেককিছুই ঠিক রয়েছে এতে। এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ফোনে বিশাল ৪ ইঞ্চি আকারে টাচস্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি থাকবে।![]()
তবে চমকাবার বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ১ গিগাহার্টজ প্রসেসর। ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরী। এতেও যদি স্থান সংকুলান না হয় সেজন্য মাইক্রো এসডি কার্ড স্লট।
কানেকটিভিটির ক্ষেত্রে বর্তমান প্রযুক্তিতে যাকিছু বর্তমান তার সবই রয়েছে। এমনকি অডিওর জন্যও তাদের নিজস্ব ফাষ্টপোর্ট এর বদলে ষ্ট্যান্ডার্ড ৩.৫ মিমি জ্যাক ব্যবহার করা হয়েছে।
সাদা এবং কালো দুটি রঙে সেটটি পাওয়া যাবে। বাজারে ছাড়া হবে আগামী বছরের প্রথম দিকে।
No comments:
Post a Comment