স্যামসাং এর এই ক্যামেরা সম্পর্কে প্রথম জানা যায় এবছরের শুরুতে পিএমএ মেলায়। বহু প্রতিক্ষার পর অবশেষে ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানা গেছে। আনুষ্ঠানিকভাবে না জানালেও ধারনা করা হচ্ছে ডিসেম্বরের ১০ তারিখে এটা রিলিজ দেয়া হবে। স্পেসিফিকেশন অনুযায়ী এটা অনায়াসে বর্তমানের অত্যন্ত জনপ্রিয় Panasonic GF1 কে ছাড়িয়ে যায়।
এতে ২৩.৪-১৫.৫ মিমি এপিএস-সি, ১৪.৬ মেগাপিক্সেল সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে। এতে বিল্ট-ইন অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন থাকবে। ইমেজের জন্য DRIM Image Processor ব্যবহার করা হবে। ধারনা করা হচ্ছে এতে প্রসেসরের নতুন ভার্শন ব্যবহার করা হবে কারন এই প্রসেসর তাদের এনভি এবং ডব্লিউবি সিরিজের ক্যামেরায় আগে থেকেই ব্যবহার করা হচ্ছে।
হাইব্রিড শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। এতে ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সাথে ষ্টেরিও সাউন্ড। ১৬ পয়েন্ট কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস, এএফ ট্রাকিং, ৫০-৬৪০০ আইএসও, ৩ ইঞ্চি ডিসপ্লে, ইউএসবি ২.০, HDMI ইত্যাদির সাথে এই ক্যামেরায় ব্লু-টুথ এবং ওয়াই-ফাই থাকবে।
No comments:
Post a Comment